
প্রকাশিত: Sun, Jan 29, 2023 4:01 PM আপডেট: Fri, May 9, 2025 6:24 PM
হিরো আলম ইলেকশনে উইন করবে!
শোয়েব সর্বনাম: হিরো আলম ইলেকশনে উইন করবেন। এর পেছনে মনস্তত্ব হইল, সফলদের সকলে সমর্থন দিয়ে থাকে। হিরো আলম লোকেদের যতই অস্বস্তির কারণ হয়ে থাকুক না কেন, তার প্রতিটা পদক্ষেপে প্রস্তুতি ও সাফল্য আছে। লোকটার সাফল্যের বিস্তারিত নিয়ে আমি আগেই লিখছি। আমি তার সিরিয়াস ফলোয়ার। ইলেকশনের প্রস্তুতি হিসেবে আমি লক্ষ্য করে দেখলাম, হিরো আলম বেশকিছু তোষামদকারীও জোগাড় করে ফেলছেন। চক্রাবক্রা জামা পরে চুলে খয়েরি রঙ করে তারপরে সে ফিল্মে নামছিল। এখন পাঞ্জাবি কোট পরে পলিটিক্সে চলে আসছে। হেয়ার কালার ব্ল্যাক। তার চশমার ফ্রেমটার পেছনেও চিন্তা আছে।
ক্যাম্পেইন করতে গিয়ে হিরো আলম ডাল দিয়ে ভাত খাচ্ছে ওই ভিডিওটার ভিউ কয়েক ঘণ্টায় দশ লক্ষ ছাড়ায়ে গেছে। উদ্যমী এ নেতার নির্বাচনী প্রচারণা দেখে আমি মুগ্ধ। তার কোটের উপরের দিকে দুই সাইডের বোতাম আর বোতামের ফুটার স্পেস সমান্তরালে নাই। উঁচা-নিচা। ভিত্রের দিকে গেটিস মেরে ওইটার ভাজ ঠিকঠাক রাখা হইছে মনে হয়। আমার সন্দেহ, এজ এ কালচারাল ফিল্ডের লোক, টেকনোলোজিতে দক্ষ, স্মার্ট জেনারেশনের এই নেতা পদাধিকারবলে সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো না কোনো ডিজিটালমার্কা উপকমিটির প্রধান হয়ে বসে থাকবে। অনন্ত জলিল তারে আবার সিনেমায় ডাকবে। শিল্পি সমিতির উপদেষ্টা পরিষদেও তারে হাসিমুখে দেখা যেতে পারে।
আরও দেখা গেলো, ওইসকল সেক্টরে আবজাব করে নিয়ম বানায়ে দিবে যে দেশের সকল ডিশ ব্যবসায়িদের তার চ্যানেলটা সারাদিন বাই ডিফল্ট দেখাইতে থাকতে হবে। তার আগে অবশ্যই তরে জনগণের ভোটে পাস করে এসেম্বলিতে হাজিরা দেওয়া কর্তব্য। আমি সংশ্লিষ্ট এলাকার ভোটারদের কাছে হিরো আলমের পক্ষ নিয়া ভোট ও দেশবাসীর কাছে দোয়া চাই। লেখক: কথাসাহিত্যিক
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
